Wellcome to National Portal
Main Comtent Skiped

Welcome to the web portal of the Department of Information and Communication Technology, District Office, Rajbari.


Title
ডিজিটাল বাংলাদেশ দিবস, ‍২০২০ পালন।
Details

চতুর্থ বারের মত পালিত হবে ডিজিটাল বাংলাদেশ দিবস, ২০২০। 

এবারের প্রতিপাদ্য-”যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত"।

এই প্রতিপাদ্য নিয়ে আগামী ১২ই ডিসেম্বরে দেশব্যাপী পালিত হতে যাচ্ছে ডিজিটাল বাংলাদেশ দিবস -২০২০।
 
ডিজিটাল বাংলাদেশ দিবস -২০২০ উপলক্ষে কুইজ প্রতিযোগিতায় যে কেউ অংশগ্রহণ করতে পারবেন। অনলাইন কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণ করতে আজই নিবন্ধন করুন। নিবন্ধনের সময় ২৭ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর রাত ১২ পর্যন্ত।
 
এছাড়া কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ৮ ডিসেম্বর রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত।
বিস্তারিত জানতে ভিজিট করুন: https://quiz.digitalbangladesh.gov.bd/

এছাড়াও শিক্ষার্থীদের নিয়ে জেলা পর্যায়ে প্রেজেন্টেশন প্রস্তুত এবং রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে।  উচ্চ মাধ্যমিক ও তদুর্ধ শ্রেণির জন্য ডিজিটাল বাংলাদেশের এগিয়ে যাওয়ার ১২ বছর বিষয়ে (৮-১০ স্লাইড) এর প্রেজেন্টেশন প্রস্তুত প্রতিযোগিতা এবং ৬ষ্ঠ- দশম শ্রেণির জন্য ডিজিটাল বাংলাদেশের উপর রচনা প্রতিযেগিতার আয়োজন করা হবে।

আগ্রহী প্রতিযোগিদের প্রস্ততি নেওয়ার জন্য অনুরোধ করা হলো। জেলা পর্যায়ে  প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত শীঘ্রই জানানো হবে। এক্ষেত্রে চোখ রাখুন https://www.facebook.com/ICT.Rajbari.District এবং https://www.facebook.com/dcrajbaribd ফেসবুক পেজে।

Attachments
Image
Publish Date
02/12/2020
Archieve Date
31/12/2020